ঝালকাঠিতে নন এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান ঝালকাঠিতে নন এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান - ajkerparibartan.com
ঝালকাঠিতে নন এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান

3:43 pm , September 25, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসাবে সংগঠনের জেলা সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মো: জিয়াউল হক মিলনের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ জেলা প্রশাসক মো: আশরাফুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মনসিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান, কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম মল্লিক, সাংগঠনিক সম্পাদক শামীমা নাসরিন মৌসুমী, শিক্ষক নেতা এসএম আতাউর রহমান, মো: কবির উদ্দিন, মো: মাইনুল হোসেন, সঞ্জয় কুমার দাস, পলাশ চন্দ্র হালদার,  শামীমা নাসরিন, নুরুন্নাহার মুক্তা,  সঞ্জয় ঢালি,  মোসা: নাজমুন্নাহার,  ফারজানা আক্তার, মো: আহসান কবির সুমন, আহমদ আলী নোমান প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়:  শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার। অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতনবিহীন অবস্থায় রোগে-শোকে মৃত্যুবরণ করেছেন। এমপিওভুক্ত একটি চলমান প্রক্রিয়া। সরকার প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন। দুঃখের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হতে বঞ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT