3:42 pm , September 25, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বটতলা এলাকায় ড্রেন থেকে স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উদ্ধার নিহত যুবকের নাম মোহাম্মদ মোমিন মিয়া (৩২)। সে রুইয়ার পুল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে ও ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই। ঘটনাস্থল পরিদর্শন করা এসআই এইচএম সজল মিয়া বলেন, মঙ্গলবার রাতে বাসা থেকে বের হন মোমিন। সকালে নগরীর বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়কের ড্রেনের ভেতর তার মরদেহ ভাসতে দেখে পথচারিরা। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে। পরিবারের সদস্যরা জানান, মোমিন হতাশাগ্রস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে অচেতন হয়ে ড্রেনে পরে সে আর উঠতে পারেনি।
মোমিনের ভাই যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মোমিন। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদনে যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে। উল্লেখ্য, মোমিনের অসুস্থ্য ২ বছরের ছেলে মারা যাওয়ার পর সে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলো। নগরীর চৌমাথা মার্কজ মসজিদে আছর বাদ জানাজা শেষে চৌমাথা গোরস্থানে দাফন সম্পন্ন হয়।