মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমাদানে বাঁধা ॥ হট্টগোল মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমাদানে বাঁধা ॥ হট্টগোল - ajkerparibartan.com
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমাদানে বাঁধা ॥ হট্টগোল

3:39 pm , September 25, 2024

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য, স্টেশনারী মালামাল ও ধোলাইয়ের তিন গ্রুপ কাজের দরপত্র জমাদানে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মৃধার ভাইগ্না ইশতিয়াক আহমেদ মিশাতের বিরুদ্ধে। এতে ঠিকাদাররা দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েন এবং স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হট্টগোল শুরু হয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাজী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শহীদুল ইসলাম ও জাইফা এন্টারপ্রাইজের আসাদুজ্জামান সোহেল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন গ্রুপের টেন্ডার ড্রপের মঙ্গলবার ছিল শেষ দিন। নিয়ম অনুযায়ী আমরা সকালে টেন্ডার ড্রপ করতে যাই। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের ভাইগ্না ইশতিয়াক আহমেদ মিশাত আমাদের টেন্ডার ড্রপে বাঁধা দেয়। এক পর্যায়ে অন্যান্য ঠিকাদাররা এর প্রতিবাদ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনীর সহয়তায় আমরা টেন্ডার ড্রপ করি।
এ ব্যাপারে ইশতিয়াক আহমেদ মিশাত জানান, টেন্ডারের বিষয়টি আমরা সমন্বয় করতে চেয়েছিলাম। কিন্তু হাজী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শহীদুল ইসলাম সিনিয়রদের কথা উপেক্ষা করে টেন্ডার ড্রপ করতে গেলে কে বা কারা তাকে বাঁধা দেয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী এ.কে.এম রাসেল জানান, টেন্ডার ড্রপের সময় ঠিকাদারদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT