3:45 pm , September 24, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার দুপুরে বরিশাল জেলার বিমান বন্দর থানা এলাকার সাতমাইল বাজার থেকে অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেলবন্দী পলাতক আসামী সোহেল রানা কে গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার আশুলিয়া থানার আউকপাড়া এলাকার হানিফ আলির ছেলে। মঙ্গলাবার বিকেলে র্যাব-৮ এর মিডিয়া সেল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দীরা কারাগারের ভিতরে উিটটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। ঐ সময় কারাগারের সকল ভবনের কারাবন্দীরা কারা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে আনুমানিক দুপুুর ২টার দিকে কারাগারের পশ্চিম দিকের সুরক্ষা প্রাচীরের উপর দিয়ে কারাবন্দীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে ১৯৯ জন পলাতক কারাবন্দীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ জন কারাবন্দীদের বিরুদ্ধে কোণাবাড়ী থানায় গত ১৫ আগস্ট একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৪/১৪০)। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব আরো জনায়, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহেল রানা সাভারের আশুলিয়ার গার্মেন্টসকর্মী মো. তানিম হত্যা মামলার আসামি। দ-প্রাপ্ত পলাতক আসামির প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।