3:43 pm , September 24, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে পুজাম-প সমূহে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেস। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বরিশালের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর হাফিজ ও মেজর মোহাম্মদ রাশেদ খান, বিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফারুক হোসেন, জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শারদীয় দুর্গাপুজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।