3:40 pm , September 24, 2024
হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক রিপন খান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সুলতান কাজীর গোডাউন থেকে প্রায় ১ হাজার পিস কম্বল উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১০ টার দিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খুন্না বাজারের একটি মার্কেটের গোডাউন থেকে এ কম্বল উদ্ধার করেন।
স্বেচ্ছাসেবকলীগ এর সাধারন সম্পাদক রিপন খান একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি হিজলা-মেহেন্দীগঞ্জের সাবেক এমপি পংকজ নাথের ডান হাত হিসেবে পরিচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই রিপন খান পংকজ নাথের সব কাজ করতেন।তার ইশারার বাইরে কোন আওয়ামীলীগ নেতা চললে সকল দলীয় সুবিধা বঞ্চিত হতেন তারা। এসব করে রাতারাতি কোটিপতি বনে যান রিপন খান।
এ বিষয়ে জানতে রিপন খানের মুঠোফোনে কল করলে তার স্ত্রী রিসিভ করে জানান, এগুলো সব এমপি পংকজ নাথের কম্বল। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের মধ্যে কোন্দল থাকায় বিতরণ করতে পারেননি। একটি বেসরকারী প্রতিষ্ঠান গরীবদের মাঝে এগুলো বিতরণের জন্য দিয়েছিলো।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আনুমানিক ১ হাজার পিস কম্বল জব্দ করা হয়। কম্বলের উপর লেখা রয়েছে (নট ফর সেল)।