4:10 pm , September 23, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ আয়াত হোসেন মোল্লা (২১) নামে এক প্রতিবন্ধী হারিয়ে গেছে। তার বাড়ী ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। সে ওই এলাকার জলিল মোল্লার ছেলে। গত ৩ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো পায়জামা-পাঞ্জাবি ও মাথায় টুপি। তার উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি। গায়ের রং কালো এবং মুখের ভাষা অস্পষ্ট। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা হলো। (০১৭১৮৮৩২৫৩৬, ০১৬১০২২৩৬৪৯)।