4:08 pm , September 23, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের সাথে দীর্ঘ ১৬ বছর আঁতাত করে চলা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকা ব্যক্তিকে সদস্য সচিব করে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। পদবঞ্চিত নেতারা জানান, গত ১৯ সেপ্টেম্বর খান মকবুল হোসেনকে আহবায়ক এবং নাসির উদ্দীন খান রিপনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি অনুমোদন করেন উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, যুগ্ম আহবায়ক জিয়াউল আহসান জুয়েল সিকদার, মিজানুর রহমান চুন্নু। আহবায়ককে নিয়ে অভিযোগ না থাকলেও বিতর্ক দেখা দেয় সদস্য সচিবকে নিয়ে। ইউনিয়ন বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন, নাসির খান আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলীয় কোন কর্মকান্ডে অংশগ্রহণ করেননি। তার ঢাকায় ব্যবসা রয়েছে। তিনি ওএমএস এর একজন ডিলার। শুধু তাই নয় আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক রেখে তিনি এতদিন চলছেন। যার অনেক প্রমানও রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল রয়েছে। এতে দেখা যায় দুধল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইমামুল হক মিলন বিএনপি নেতা নাসির উদ্দীন খানের গলা ধরে আছেন। পাশেই বসে আছেন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্শেদ খান। এছাড়া আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সাথেও ছবি রয়েছে সদস্য সচিব নাসির খানের। অথচ ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এমন একজন লোককে সদস্য সচিব করায় স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, মূলত নাসির উদ্দীন খান সুবিধাবাদী লোক। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তার আপন বেয়াই। গত নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি উজ্জলের নির্বাচন পরিচালনা করেছেন নাসির। এমনকি আওয়ামী লীগের অনেক লোকের অর্র্থের জোগানদাতাও নাসির উদ্দীন খান রিপন। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জোমাদ্দারের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। সদস্য সচিব নাসির নাসির হাওলাদারকে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।