খান বাহাদুর হেমায়েত উদ্দিন’র মৃত্যুবার্ষিকী পালিত খান বাহাদুর হেমায়েত উদ্দিন’র মৃত্যুবার্ষিকী পালিত - ajkerparibartan.com
খান বাহাদুর হেমায়েত উদ্দিন’র মৃত্যুবার্ষিকী পালিত

4:14 pm , September 22, 2024

পরিবর্তন ডেস্ক ॥ দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা খান বাহাদুর হেমায়েত উদ্দিন এর ৮৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বরিশাল নগরের সদর রোডস্থ সমিতির নিজস্ব ভবনের হল রুমে দোয়া-মোনাজাত ও স্মরন সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান হাওলাদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এবায়েদুল হক চাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, বরিশাল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওবায়েদুর রহমান সাজু, বরিশাল চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, মোঃ জহির, অফিসার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা খান বাহাদুর হেমায়েত উদ্দিন এর বরণ্য জীবন নিয়ে আলোচনার পাশাপাশি সমিতির বেহাত হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে সকল পন্থা অবলম্বন করা হবে বলে জানান। উল্লেখ, হেমায়েতউদ্দীন ১৮৬০সালের ১৯ নভেম্বর বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানাধীন কুশলা গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতামহ জহিরউদ্দীন আহম্মদ ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার অন্তর্গত গোবরার অধিবাসী ছিলেন। তিনি আইন ব্যবসায়ী ছিলেন।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT