নলছিটিতে বাবার সন্ধান চেয়ে ছেলেদের সংবাদ সম্মেলন নলছিটিতে বাবার সন্ধান চেয়ে ছেলেদের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
নলছিটিতে বাবার সন্ধান চেয়ে ছেলেদের সংবাদ সম্মেলন

4:12 pm , September 22, 2024

নলছিটি প্রতিবেদক ॥ নলছিটি উপজেলার ৫ নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী (৬৫) গত ৭ সেপ্টেম্বর মাগরিব নামাজ বাদ নিখোঁজ হন। কোথাও খোঁজ না পেয়ে এবিষয়ে গত ৮ সেপ্টেম্বর  নলছিটি থানায় একটি সাধারন ডায়েরি করেন পরিবারের লোকজন।
কিন্ত ১৬ দিন পার হলেও কোন সন্ধান না পেয়ে নিখোঁজ মোহাম্মদ আলীর সন্তানরা গতকাল দুপুর ১ টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এসময়  তার মেয়ে লাকি আক্তার অভিযোগ করে বলেন, আমার বাবা ঘটনার দিন মাগরিবের নামাজ শেষ করে খালি গায়ে টর্চ লাইট ও মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এখানে উল্লেখ থাকে যে, আমাদের বাড়িতে অবস্থিত মসজিদেই তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। সেদিন তিনি নিজেই নামাজে ইমামতি করেছেন। বিষয়টি মুসল্লিরা আমাদেরকে জানিয়েছেন।
আমার বাবা নিখোঁজ হওয়ার আগে গত ৩ সেপ্টেম্বর আমার চাচাতো ভাই মো. নয়ন হাওলাদার ও রিপন হাওলাদার বিয়ের অনুষ্ঠানের কথা বলে অটোরিকশায় বরিশাল তার মামার বাসায় নিয়ে যান। যদিও সেখানে কোন অনুষ্ঠান ছিল না। পরে তারা আমার বাবাকে একরাত রেখে পরের দিন আমাদের বাড়ীতে পাঠিয়ে দেন।
আমার বাবা নিখোঁজ হওয়ার পরের দিন তার ব্যবহৃত জুতা আমাদের প্রতিবেশী মো. আকব্বর আলী হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার আমাদের বাড়ীর পাশ্ববর্তী হেরিংবন রাস্তায় তিনি পরিত্যক্ত অবস্থায় পেয়ে আমাদের নিকট হস্তান্তর করেন।
অভিযোগের বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন,  নিখোঁজের ব্যাপারে জিডি হয়েছে। আমাদের অনুসন্ধান চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT