4:10 pm , September 22, 2024
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল অঞ্চলে এবারো উৎসাহ উদ্দীপনার সাথে সার্বজনিন ও পারিবারিক পর্যায়ে দুর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে বিভিন্ন পুজা উদযাপন কমিটি সহ পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হচ্ছে বলে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। রোববার বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম রেঞ্জের ৬টি জেলার পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠকে প্রতিটি পুজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং পাড়া মহল্লাগুলোতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধির কথা বলেন।
বরিশাল অঞ্চলে প্রায় ১৪শ মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে বরিশাল মহানগরীতেই প্রায় ৯০টি মন্ডপে পুজা হচ্ছে বলে পুলিশ-প্রশাসন সূত্রে বলা হয়েছে। মহানগরীর বাইরে ১ হাজার ৩৪২টি স্থায়ী এবং আরো বেশ কয়েকটি অস্থায়ী ও পারিবারিক মন্ডপ পুজা অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশের তরফ থেকে এসব মন্ডপের মধ্যে ৬১২টি মন্ডপকে গুরুত্বপূর্ণ, ৪৯২টিকে অধিক গুরুত্বপূর্ণ ও ৪৯১টিকে সাধারন মন্ডপ হিসেব বিবেচনা করে সেভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম ও মহানগর পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন প্রতিটি পুজা মন্ডপ সহ সন্নিহিত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারীর কথা জানিয়েছেন