সাগর চুরি নয় মহাসাগর চুরি হয়েছে -এম সাখাওয়াত সাগর চুরি নয় মহাসাগর চুরি হয়েছে -এম সাখাওয়াত - ajkerparibartan.com
সাগর চুরি নয় মহাসাগর চুরি হয়েছে -এম সাখাওয়াত

4:06 pm , September 22, 2024

বিশেষ প্রতিবেদক ॥  বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড়ে বসবাসরত বাঙালি-অবাঙালিসহ ১৪টি কমিউনিটির মধ্যে আঞ্চলিকভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে না উঠলে এ সমস্যা থেকেই যাবে। সৌহার্দ্য বজায় রাখতে পাহাড়ীদের দুঃখ-বেদনা বুঝতে হবে। বোববার বরিশাল মেরিন একাডেমীতে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৌ পরিবহন উপদেষ্টা বলেন, পাহাড়ে অনেকে ইন্ধন দিচ্ছে সেই ইন্ধন যাতে প্রবেশ করতে না পারে সে জন্য আঞ্চলিকভাবে প্রতিহত করতে হবে। সবারই মিলেমিশে থাকাটা প্রয়োজন। এটা শুধু সরকারের নয়, সমাজেরও দায়িত্ব। পাহাড়ে অনেক রক্তপাত হয়েছে, এ রক্তপাত বন্ধ করা প্রয়োজন। আর ১৪ কমিউনিটির মধ্যে সম্প্রতি বজায় রাখতে না পারলে সকলেরই ক্ষতি হবে।
এসময় এম. সাখাওয়াত বলেন, আমি যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে সাগর চুরি নয়, মহাসাগর চুরি হয়েছে। শেষ ১৫ বছর যে সরকার দায়িত্বে ছিলেন তারা পুরো সিস্টেমকে দুর্নীতিতে পরিণত করেছে। দুটি মন্ত্রণালয়ের এমন কোন জায়গা নেই সে জায়গায় দুর্নীতি নেই। পাট মন্ত্রণালয়কে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমি চেষ্টা করছি মন্ত্রণালয়টিকে দাঁড় করাতে। ১৫ বছরের দুর্নীতি এক দুই বছরে সমাধান সম্ভব নয়। এখান থেকে বের হতে সময়ের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পাট ও বস্ত্র উপদেষ্টা বলেন, আঞ্চলিক মার্কেটগুলোতে পাট ব্যবহার বৃদ্ধিতে কাজ করছি। যাতে করে পাট উৎপাদনে চাষীরা উৎসাহিত হয়। সরকারি পাটকল একটিও চলছে না। এগুলো দিয়ে সরকারের পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।
বিগত সরকারের আমলের দুর্নীতিবাজদের ফিরিস্থি দিতে গিয়ে তিনি বলেন, একজনের হাজার কোটি টাকা, একজনের ৩৬০টি বাড়ি। দু’দিন আগে কি ছিল এখন তারা হাজার হাজার কোটি টাকার মালিক। তাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে দুর্নীতি দূর করা।
নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, মেরিন একাডেমি থেকে যারা বের হচ্ছেন তাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে চাকরি কোটা বৃদ্ধিতে যা যা প্রয়োজন তা করা হচ্ছে। দুবাই ও সিঙ্গাপুরে পদ বৃদ্ধির চেষ্টা চলছে।
এর আগে উপদেষ্টা মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে উপদেষ্টা পায়রা বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান ।
এ সময় উপদেষ্টার সাথে ছিলেন বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইউম মোল্লা, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেরিন একাডেমির প্রিন্সিপাল ক্যাপ্টেন আতিকুর রহমান,  মহানগর পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT