সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের জীবনাবসান সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের জীবনাবসান - ajkerparibartan.com
সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের জীবনাবসান

4:05 pm , September 22, 2024

পরিবর্তন ডেস্ক ॥ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোববার দুপুর ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর ৯ মাস।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাহবুবুর রহমান তালুকদারকে ঠা-াজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছিল।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার কলাপাড়া পৌরশহরের বড় জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে ইয়াকুব আলী তালুকদার ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মাহবুবুর রহমান তালুকদার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।তার মৃত্যুর খবরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামিম আল সাইফুল সোহাগ বলেন, সাবেক পানি সম্পদমন্ত্রী মাহাবুবুর ছিলেন একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তিনি ২০০৯ সাল থেকে ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি কলাপাড়ায় ব্যাপক উন্নয়ন কাজ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT