3:41 pm , September 21, 2024
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বললেন নবাগত ডিআইজি
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল রেঞ্জ পুলিশের নব নিযুক্ত ডিআইজি মোঃ মঞ্জুর মোরশেদ আলম পুলিশকে আরো গণমুখী এবং জনগনের সর্বোচ্চ সেবা প্রদানে যা কিছু করণীয় তা করার অঙ্গিকার ব্যক্ত করে গণমাধ্যম কর্মী সহ সবার সহযোগীতা কামনা করেছেন। জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার বিপ্লব পরবর্তি সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশকে আরো সেবামূলক মনোভাব নিয়ে জনগনের পাশে দাঁড়াবার লক্ষ্যে যা কিছু করণীয় সে লক্ষ্যে কাজ করার কথাও জানান তিনি। শনিবার বরিশাল রেঞ্জ সদর দপ্তরের সম্মেলন কক্ষে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি সাংবাদিক ও পুলিশের ভূমিকা একই বলে উল্লেখ করেন। এসময় বরিশালের নতুন পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন এবং রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, জুলাইÑআগষ্ট বিপ্লবে শহীদ ছাত্র ও তরুণ সমাজ চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে গেছেন। তা থেকে শিক্ষা নিয়ে পুলিশকেও সামনে এগিয়ে যেতে হবে। ব্যার্থ হবার কোন সুযোগ নেই। এক্ষেত্রে যেকোন ব্যার্থতার জন্য ভবিষ্যতে অনেক মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে জনবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে সব কিছু করবেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরাও আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে পুলিশের সফলতা-ব্যার্থতা উদাসীনতা এবং অবহেলার বিষয় তুলে ধরেন। রেঞ্জ ডিআইজি প্রতিটি বিষয় খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আশ^াস দেন।