3:40 pm , September 21, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল নগরীর সামগ্রিক যানজট নিরসনে গতকাল বেলা ১২ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত কমিশনার নজরুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় একটি টেকসই ট্রাফিক কাঠামো বাস্তবায়ন করে বরিশাল মহানগরীর সার্বিক যানজট নিরসন করতে হবে।
এ সময় তিনি ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশের সমন্বিত ট্রাফিক টিমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন- নতুল্লাবাদ বাসস্ট্যান্ড, রুপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী ব্রিজ, আমতলার মোড় ও সদররোডে যানজট নিরসনের কর্মকৌশল সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার জাকির হােসেন মজুমদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায়।