3:56 pm , September 20, 2024
ভোলা প্রতিবেদক ॥ ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে আরিফকে অস্ত্রসহ আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।
গতকাল সকাল সাড়ে ১০টায় কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্টগার্ড এর লে: কমান্ডার এইচ.এম.এম হারুন-অর-রশিদ। গতকাল গভীর রাতে ভোলা সদর থানার আবহাওয়া অফিস রোডস্থ নিজ বাড়ি থেকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে আরিফকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে তাদেরকে কোস্টগার্ড কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মেঘনা নদী নিয়ন্ত্রন সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
ভোলা সদর থানার ওসি মো: মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ঘটনা শুনেছি তবে আটককৃতদের এখন পর্যন্ত থানায় হস্তান্তর করেনি।