দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দু:সহ গরমে জনজীবন বিপর্যস্ত দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দু:সহ গরমে জনজীবন বিপর্যস্ত - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দু:সহ গরমে জনজীবন বিপর্যস্ত

3:53 pm , September 20, 2024

বিশেষ প্রতিবেদক ॥ শরতের মধ্যভাগের দু:সহ তাপদাহে সমগ্র দক্ষিণাঞ্চলজুড়ে জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগের পাশাপাশি জনস্বাস্থ্যের প্রতি হুমকী বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রার পারদ স্বাভাবিকের প্রায় ৫ ডিগ্রী ওপরে। কৃষি ও প্রাণিসম্পদ সহ মৎস সেক্টরেও ব্যাপক বিরুপ প্রভাব পড়ছে। শুক্রবার বরিশালে তাপমাত্রার পারদ ৩৭.৩ ডিগ্রী সেলসিয়াসে উঠে যায়। গত কয়েক দিনের লাগাতার তাপ প্রবাহে জনজীবেন অবর্ণনীয় দুর্ভোগ অব্যাহত রয়েছে। প্রখর রোদের সাথে সীমাহীন তাপ প্রবাহে কৃষক ও কৃষি শ্রমিকরা মাঠে নামতে পারছেন না।
এবার ভাদ্রের পূর্ণিমায় ভরকরে লাগাতার বৃষ্টির পরে অমাবশ্যা পেরিয়ে আরো একদফার প্রবল বর্ষণে দক্ষিণাঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল রোপা আমন ও বীজতলা প্লাবিত হয়। কিন্তু সে পরিস্থিতির উন্নতির পরে এখন দু:সহ গরমে কৃষক ও কৃষি শ্রমিকরা মাঠে কাজ করতেই পারছেন না। চলতি খরিফ-২ মৌমুমে দক্ষিণাঞ্চলে প্রায় ৯ লাখ হেক্টরে আবাদের মাধ্যমে এযাবতকালের সর্বাধিক প্রায় ২৪ লাখ টন চাল ঘরে তোলার লক্ষ্য স্থির করে রেখেছে কৃষি মন্ত্রণালয়। কিন্তু প্রথমে বৃষ্টির অভাবের পরে অতি বর্ষণে বীজতলা ও রোপা আমন প্লাবিত হওয়ায় এখনো ৮০ ভাগ জমিতেও রোপন সম্পন্ন হয়নি।
অপরদিকে দু’দফার প্রবল বর্ষণে পুরো দক্ষিণাঞ্চলের হাজার হাজার পুকুর ও দীঘির মাছ ও পোনা বেরিয়ে গেছে। গত ২২ মে ঘূর্ণিঝড় রিমাল-এর তান্ডবের পরে চলতি মৌসুমে আরো দু’দফার প্রবল বর্ষণে সমগ্র দক্ষিণাঞ্চলের মৎস্য চাষীদের মাথায় হাত। ভয়াবহ বিপর্যয় ঘটে গেছে প্রাণি সম্পদ সেক্টরেও। রিমাল ও এর পরের আরো দুফার প্রবল ভর্ষণে উপকূলীয় চরাঞ্চলের শত শত গবাদী পশুর মৃত্যুতে দিশেহারা গৃহস্থ্য সহ সাধারন কৃষক পরিবারগুলো।
চলতি বছরের শুরু থেকে অনাবৃষ্টির পরে গত মে মাসে ঘূর্ণিঝড় রিমাল’এ ভর করে স্বাভাবিকের প্রায় ৫০ ভাগ বেশী বৃষ্টি হলেও জুন ও জুলাই মাসেও ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গেছে। ফলে বিগত খরিফ-১ মৌসুমে দেশের প্রায় ৩০ ভাগ আবাদী এলাকা বরিশালে আউশ ধানের আবাদ লক্ষ্যমাত্রার ৫০ ভাগও ছুঁতে পারেনি। ভাদ্রের পূর্ণিমায় ভর করে লাগাতার প্রবল বর্ষণে আগষ্ট মাসে বৃষ্টিúাতের পরিমান ছিল ৬২% বেশী।  চলতি মাসে আবহাওয়া বিভাগ থেকে ২৮৫ থেকে সাড়ে ৩শ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হলেও মাসের প্রথম ২০ দিনেই প্রায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের স্বাভাবিক স্তর অতিক্রম করলেও ইতোমধ্যে তাপমাত্রার পারদ স্বাভাবিকের অনেক  ওপরে।
আবহাওয়া বিভাগ থেকে মৌসুমী বায়ু বরিশাল সহ দক্ষিণাঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় থাকার কথা জানিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। পাশাপাশি রোববার রাতের তাপমাত্রা হ্রাস পাবার সম্ভাবনার কথাও বলা হয়েছে। একই সাথে বৃষ্টিপাতের বর্তমান প্রবনতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT