বিআরইউর সভাপতি আনিস-সম্পাদক খালিদ বিআরইউর সভাপতি আনিস-সম্পাদক খালিদ - ajkerparibartan.com
বিআরইউর সভাপতি আনিস-সম্পাদক খালিদ

3:53 pm , September 20, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত)। গতকাল শুক্রবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিআরইউর ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি বশির আহমেদ( বাংলাদেশ বুলেটিন টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন (দখিনের সময়), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (বরিশালের কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক জিয়াউল করিম মিনার (ইত্তেফাক) এবং ক্রীড়া সম্পাদক বায়েজিদ মোল্লা পান্নু (বরিশালের আলো) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মিথুন সাহা (বৈশাখী টেলিভিশন), তন্ময় তপু (নাগরিক টিভি) ও মর্জিনা বেগম (বরিশাল বেতার) ।
বিআরইউর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন মিথুন সাহা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT