বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের ইন্তেকাল বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের ইন্তেকাল - ajkerparibartan.com
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের ইন্তেকাল

3:49 pm , September 19, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল নগরের কালু শাহ সড়ক এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হাশেম আর নেই। (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল জোহরবাদ বাংলা বাজার খাদেম হোসেন ক্লিনিকের সামনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। বরিশাল জেলা প্রশাসনের পক্ষে তার মরদেহে গার্ড অব অর্নার ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুচি কান্ত হাজং। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা ছইফউদ্দিন আহমেদ টিপু, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা আলমগীর মোল্লা ও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তত্বাবধায়ক কাম কম্পিউটার অপারেটর মো: ফয়সাল আহমেদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT