উন্নয়নের জন্য উন্নত মানবসম্পদ দরকার বললেন ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক উন্নয়নের জন্য উন্নত মানবসম্পদ দরকার বললেন ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক - ajkerparibartan.com
উন্নয়নের জন্য উন্নত মানবসম্পদ দরকার বললেন ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক

3:48 pm , September 19, 2024

নলছিটি প্রতিবেদক ॥ ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, উন্নয়নের জন্য উন্নত জনসম্পদ দরকার। প্রতিটি মানুষকে সঠিক পথ দেখাতে হলে তাকে দক্ষ, যোগ্য মানবিক মানুষ হতে হবে। উন্নয়নের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাহলে আামাদের চাওয়া পাওয়া পূরণ হবে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার সকল কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে হবে। শিশুদের স্কুলমুখী করতে অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। শিক্ষার্থীদের সন্তানের মতো মনে করতে হবে। যে নষ্ট হয়ে গেছে তাকে ফিরিয়ে আনা কঠিন, যে ভালো আছে, তাকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।  আপনাদের পাশে আমি সব সময় আছি।
সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত জেলা প্রশাসক বলেন, লেখনির মধ্যে ভালো কাজগুলোকে প্রধান্য দিবেন। খারাপ কাজগুলোও তুলে ধরবেন। আমরা সবাই মিলে এ জেলাকে নতুন করে গঠন করবো। আমি এখন মুন্সিগঞ্জের মানুষ নই, ঝালকাঠির মানুষ। আপনারাও আমাদের সহযোগিতা করবেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন,  উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক ও বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT