এ্যাড. গোলাম মাসউদ বাবলুর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এ্যাড. গোলাম মাসউদ বাবলুর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
এ্যাড. গোলাম মাসউদ বাবলুর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

3:47 pm , September 19, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল নগরীর সদর রোডস্থ জামে বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর ও অপহরণ চেষ্ঠাকারী সাগরউদ্দিন মন্টিসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার বিকেলে জামে বায়তুল মোকাররম মসজিদ কমিটি ও সর্বস্তরের মুসল্লীদের ব্যানারে নগরীর অশি^নী কুমার হল চত্বরে সাগরউদ্দিন মন্টিসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহনকারী মুসল্লীরা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, দীর্ঘদিনধরে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সাগরউদ্দিন মন্টি পুনরায় বেপরোয়া হয়ে উঠেছে। তার অত্যাচারে সদর রোড, গীর্জ্জা মহল্লা, কাটপট্টিসহ আশপাশ এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছে। গত বুধবার সজ্জন মানুষ হিসেবে পরিচিত অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর উপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্ঠা করা মন্টির সন্ত্রাসী কর্মকান্ডের আরেকটি বহি:প্রকাশ। মানববন্ধনে অংশগ্রহনকারীরা অবিলম্বে মন্টি ও সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ মোর্শেদ স্বারক্ষিত এক বিবৃতিতে সমিতির কার্যকরী কমিটির সদস্যসহ সকল আইনজীবীবৃন্দ অবিলম্বে মন্টি ও সহযোগীদের গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। উল্লেখ্য বুধবার কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট বাবলু, ওইদিন যোহরের নামাজ আদায় শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়ারা পর সদর রোডের মৃত নাসিরউদ্দিন ভুইয়ার পুত্র সাগরউদ্দিন মন্টি, আগরপুর রোডের শাকিব হোসেনসহ ৪/৫ জন তার তার উপর অর্তকিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।বাবলু অভিযোগ করেন,হামলাকারী মন্টি মারধরের পাশাপাশি তাঁর দাড়ি ধরে টেনে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।এছাড়া হামলাকারীরা নিজেদের বিএনপির লোক দাবি করে গত ৪ আগস্ট বরিশাল বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ এনে বাবলুকে টেনে হিচড়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে।এসময় মুসল্লীরা সম্মিলিতভাবে বাঁধা দিলে বিভিন্ন হুমকি প্রদর্শন করে মন্টিসহ অন্যরা স্থান ত্যাগকরে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT