মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স-নবাগত পুলিশ সুপার মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স-নবাগত পুলিশ সুপার - ajkerparibartan.com
মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স-নবাগত পুলিশ সুপার

3:46 pm , September 19, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সবাইকে সাথে নিয়ে বরিশাল জেলাকে মাদক মুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। এজন্য সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাদকমুক্ত বরিশাল গড়তে আমরা সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। বৃহস্পতিবার বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন বেলায়েত হোসেন।
এর আগে বৃহস্পতিবার বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেলায়েত হোসেন। এর আগে তিনি সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কামান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন।
দায়িত্বগ্রহণ পরবর্তী বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পলিটেকনিক রোডে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার বেলায়েত হোসেন।
এসময় তিনি বলেন, ‘সারাদেশের ন্যায় বরিশালেও আমরা সংস্কার করতে চাই। এই বরিশালে কোন প্রকার সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না, চলতে দেয়া যাবে না। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নাগরিক কমিটি গঠন করা হবে।
পুলিশ সুপার বলেন, ‘চাঁদাবাজি না থাকলে দ্রব্যমূল্য কমে আসবে। আমার বাহিনীর কোন সদস্যও যদি চাঁদাবাজি বা অপরাধের সাথে জড়িয়ে যায় তাকেও ছাড় দেয়া হবে না।
মোট কথা মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাকে এখানে পাঠিয়েছেন। এই বরিশালের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন তাই করা হবে বলে মন্তব্য করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT