3:45 pm , September 19, 2024
হেলাল উদ্দিন ॥ শেখ হাসিনার নিকটাত্মীয় ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বড় ছেলে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এখনো দেশেই অবস্থান করছেন। একটি সূত্র বলছে ঢাকায় তিনি তার এক ভাইয়ের সাথে বাসায় অবস্থান করছেন। অপর একটি সূত্র বলছে তিনি এখনো বরিশালেই অবস্থান করছেন। তবে এ ক্ষেত্রে রক্ষা করছেন অতি সাবধানতা ও গোপনীয়তা। সাদিক আবদুল্লাহর দেশত্যাগ না করতে পারার বিষয়টি নিশ্চিত করে দেশের শীর্ষ স্থানীয় একটি দৈনিকে খবর প্রচার করেছে। ওই প্রতিবেদনে তারা নিশ্চিত করে বলেছে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ৫ আগস্টের পর দেশ ত্যাগ করতে সক্ষম হননি। তিনি দেশেই অবস্থান করছেন।
৫ আগস্টের পর হাসানাত আবদুল্লাহর মেঝ ছেলে মঈন আবদুল্লাহ দেশেই অবস্থান করছেন তা দিনের আলোর মত স্পষ্ট। কারন ৫ আগস্টের ২ দিন পর বর্তমান স্থানীয় সরকার এর উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর ছেলে মুয়াজ আরিফকে নিয়ে বরিশাল ঘুরে গেছেন। বরিশাল আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে ৫ আগস্ট কালিবাড়ি রোডস্থ বাসভবনে যখন আগুন জ¦লছিলো তখনো সেখানেই অবস্থান করছিলেন সাদিক আবদুল্লাহ। আগুন চারদিকে ছড়িয়ে পড়তেই নেতাকর্মীদের সাথে নিয়ে বাসার পিছন থেকে পালিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ। নগর আওয়ামীলীগের একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে ঢাকা নয় এখনো অতি গোপনে বরিশালেই অবস্থান করছেন সাদিক। হতে পারে কোন কাছের নেতাকর্মীর বাসায় রয়েছেন তিনি। তবে দলের অপর একটি সূত্র বলছে ৫ আগস্টের পর অতি গোপনে বরিশাল ছেড়েছেন সাদিক আবদুল্লাহ।