মেহেন্দিগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান মেহেন্দিগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

3:53 pm , September 18, 2024

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে গতকাল সকাল সাড়ে দশটায় বিভিন্ন ওষুধের দোকানে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ইন্দ্রানী হালদার ও সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ  উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা খানম। পরে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, স্যাম্পল বিক্রি করা সহ বেশ কিছু অনিয়মের অভিযোগে মোট ৬টি দোকান থেকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি খাদ্যের দোকান থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী পরিচালক ইন্দ্রাণী হালদার বলেন, বরিশাল থেকে মেহেন্দিগঞ্জ এসে অভিযান পরিচালনা শুরু করলে সংবাদ  পাওয়ার সাথে সাথে অধিকাংশ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT