3:53 pm , September 18, 2024
ঝালকাঠি প্রতিবেদক ॥ গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি বরিশাল বিভাগীয় শোভাযাত্রায় ঝালকাঠীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল আউটার স্টেডিয়াম থেকে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন এবং সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে জেলা শোভাযাত্রাটি শুরু হয়ে প্ল্যানেট পার্ক ( শিশু পার্ক) এর সামনে সমাবেশে মিলিত হয়। এর পুর্বে সকাল ৮ টা থেকে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বরিশাল স্টেডিয়ামের সামনে হাজা হাজার নেতাকর্মী সমবেত হন। তখন নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য মাহেব হোসেন, মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপি’র সভাপতি নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আকন,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিরবহর , ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন,সদস্য সচিব আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক জে আলম জুয়েল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ কামরুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ সরদার, মোঃ সাফায়েত হোসেন।