নাশকতায় জড়িত থাকার অপরাধে আনসারের উপ মহাপরিচালক বরখাস্ত নাশকতায় জড়িত থাকার অপরাধে আনসারের উপ মহাপরিচালক বরখাস্ত - ajkerparibartan.com
নাশকতায় জড়িত থাকার অপরাধে আনসারের উপ মহাপরিচালক বরখাস্ত

3:51 pm , September 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল রেঞ্জের আনসারের সর্বোচ্চ কর্মকর্তা (উপ মহাপরিচালক) মোঃ ফখরুল আলম কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্তের পাশাপাশি তাকে বরিশাল রেঞ্জ থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ফখরুল আলম বরিশাল রেঞ্জের মহাপরিচালক এর বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখার অবশ্যকতা রয়েছে। তাই সরকারী কর্মচারী আইন অনুযায়ী ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হলো। এই বরখাস্তকালীন সময়ে তিনি ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত থাকবেন।
বরখাস্তের বিষয়ে জানতে চাইলে ফখরুল আলম বলেন, বরখাস্তের বিষয়ে এখন আমার কোন মন্তব্য করা ঠিক হবে না। আশা করি তদন্ত হলে সত্য উদঘটন হবে। আমি কালই এখান থেকে অব্যাহতি নিয়ে ময়মনসিংহে যোগদান করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT