স্বাভাবিক অবস্থায় ফিরছে বিএমপির ট্রাফিক বিভাগ স্বাভাবিক অবস্থায় ফিরছে বিএমপির ট্রাফিক বিভাগ - ajkerparibartan.com
স্বাভাবিক অবস্থায় ফিরছে বিএমপির ট্রাফিক বিভাগ

3:50 pm , September 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ৫ আগস্ট পরবর্তী ধকল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বরিশাল ট্রাফিক বিভাগ। ইতোমধ্যে নগরীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে সমস্ত পয়েন্টে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক সদস্যরা। তবে মামলা দেওয়ার সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেকটা কম। এ ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করছেন বিএমপি ট্রাফিক সদস্যরা। শীঘ্রই নগর ট্রাফিক বিভাগ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তানভীর আরাফাত।
গতকাল আজকের পরিবর্তনকে তিনি বলেন, নগরীতে প্রতিটি পয়েন্টে ট্রাফিক সদস্যরা শতভাগ দায়িত্ব পালন করছে। এখন ছাত্র বা কারো সহযোগীতা প্রয়োজন হচ্ছেনা ট্রাফিক বিভাগের। তবে মামলা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। তানভীর আরাফাত বলেন, সম্প্রতি ঢাকায় ট্রাফিক পুলিশ ফুল স্প্রীডে দায়িত্ব পালন শুরু করেছে। মামলা দিচ্ছে,জরিমানা আদায় করছে। কিন্তু আমরা মামলা প্রদান ও জরিমানা আদায়ের ক্ষেত্রে পিছিয়ে আছি। কারন হিসাবে তিনি বলেন, মামলা দিলে অনেক ক্ষেত্রে সমস্যা  হচ্ছে। আমরা চাই না মামলা ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত হোক। তাই মামলা দেওয়ার ক্ষেত্রে সকল ট্রাফিক সদস্যদের সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাই বর্তমানে মামলার সংখ্যা কম। তবে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা ফুল স্প্রীডে কাজ শুরু করতে পারবো। যেখানে স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় শ’ খানেক মামলা দেওয়া হত সেখানে এখন ১০/১৫ টি মামলা হচ্ছে পুরো নগরীতে। এটাই প্রমান করে আমরা কতটা সহনশীল অবস্থায় রয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT