জেলা প্রশাসকের সাথে সুধীজনদের মতবিনিময় সভা জেলা প্রশাসকের সাথে সুধীজনদের মতবিনিময় সভা - ajkerparibartan.com
জেলা প্রশাসকের সাথে সুধীজনদের মতবিনিময় সভা

4:00 pm , September 17, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে জেলার সুধীজনদের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বরিশাল উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রফেসর শাহ সাজেদা, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খসরু, মঞ্জুরুল আহসান ফেরদৌস, জামায়াত নেতা অধ্যক্ষ আমিরুল ইসলাম খসরু, বিএনপি নেতা এ্যাড. মহসিন মন্টু, জাতীয় পার্টি নেতা মুর্তজা আবেদিন সহ সর্বস্তরের সুধীজন। সভায় উন্মুক্ত আলোচনা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বিস্তারিত আলোচনা করেন। নবাগত জেলা প্রশাসক গত ১২ সেপ্টেম্বর বরিশাল জেলার দায়িত্ব গ্রহণ করেন। তিনি যোগদানের পর থেকে বরিশালের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ইতোমধ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধে তার নিজ দপ্তরে প্লাস্টিক বোতলের পরিবর্তে গ্লাস ব্যবহারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি সবাইকে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বস্তু ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT