3:58 pm , September 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নির্দিষ্ট সময়ে বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষোভ করেছে বরিশাল ফরচুন সুজ লিমিটেড এর শ্রমিকরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ফরচুন কারখানার অভ্যন্তরে সহস্রাধিক শ্রমিক এ বিক্ষোভ মিছিল পালন করে। খবর পেয়ে সেনা বাহিনী, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে বৈঠক করে অসন্তোষ দূর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধের কথা। কিন্তু ১৬ তারিখ হয়ে গেলেও ফরচুন কর্তৃপক্ষ টাকা পরিশোধ করছে না। এজন্য শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে প্রশাসন ও মালিকপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে ঘটনার সমাধান করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকল শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে ফরচুন কর্তৃপক্ষ বলে জানান ওসি। আন্দোলনরত শ্রমিক শেফালী আক্তার বলেন, আগেও মিজান মিয়া (ফরচুনের চেয়ারম্যান) বেতন নিয়ে ঝামেলা করেছেন। তাকে বিশ্বাস নাই। আমাগো টাকা না দিয়ে আটকে রাখলেই তার লাভ। আরেক শ্রমিক ইউসুফ বলেন, বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি। এজন্য সকল শ্রমিকরা আন্দোলন করেছি। শেষে কারখানার বড় অফিসার পাঠিয়ে আগামীকাল বেতন পরিশোধের কথা বলেছেন। কালকে বেতন না পেলে আরো বড় আন্দোলন করবো।