জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে - ajkerparibartan.com
জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে

3:57 pm , September 17, 2024

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, জনগণের অধিকার নিশ্চিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি বিগত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গুম, খুন, নিপিড়নের হাত থেকে জনগণ মুক্তি পেয়েছে। আজকে যে সরকার দেশ পরিচালনা করছে তারা অন্তর্বর্তীকালীন। তাই তাদেরকে জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে এই সরকারকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগরীর বান্দ রোড প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি। আমরা চেষ্টা করছি সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে। সকল মানুষের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দুই বছর আগে দিয়েছি। বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ধাপ। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিযুক্ত করেন। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনমুখী যে সংস্কার দরকার তা করে নির্বাচনের উদ্যোগ নেবেন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন যেমন দরকার তেমনি প্রশাসন, বিচার বিভাগ ও ভোটের অধিকার এই তিনটি মৌলিক স্তম্ভের সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাচন দেয় সেই আহবান রাখি।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন আওয়ামীলীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা চাইছে দেশকে অস্থিতিশীল করতে। এ ব্যাপারে বিএনপির সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা দ্রুত নির্বাচন দিন। জনগনের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তা না হলে দেশে অরো একটি সংকট তৈরী হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন,আমরা এই সমাবেশের মাধ্যমে প্রত্যাশা করছি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, এবং বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান অচিরেই বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হওয়া সমাবেশ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। এর আগে খ- খ- মিছিল নিয়ে বরিশাল ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে জমায়েত হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT