3:53 pm , September 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল নগরীতে চোখে গুলিবিদ্ধ শিক্ষার্থী আসাদুজ্জামান রায়হানের চিকিৎসায় অর্থ সহায়তা দিয়েছে বিএনপি নেতা। মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীর কাছে অর্থ তুলে দেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু।
রায়হান বরিশাল নগরীর বেসরকারী ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের একাউন্টিং বিভাগের সপ্তম বর্ষের শিক্ষার্থী। তার স্ত্রী বাবনী আক্তার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগষ্ট নগরীর হাতেম আলী কলেজ এলাকায় পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক থেকে আসা গুলির স্প্রিন্টার ডান চোখে বিদ্ধ হয়। এতে তার ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
বাবনী জানান, এখনো তার চোখের মধ্যে স্প্রীন্টার রয়ে গেছে। স্প্রীন্টার বের করা না গেলে তাকে বাঁচানো যাবে না। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছে। এর মধ্যে দুই লাখ টাকা ব্যয় করা হয়েছে। তাকে বাচিয়ে রাখতে আরো অন্তত ১০/১২ লাখ টাকার প্রয়োজন। এ টাকা ব্যয় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। তার মধ্যে শুধুমাত্র এক বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। স্বামীর চিকিৎসার জন্য সরকারের কাছে সহায়তা চেয়েছেন বাবনী।
বিএনপি নেতা জিয়াউল ইসলাম সাবু বলেন, শুধু রায়হান একাই নয়। এর আগে ঢাকার একটি বেসরকারী বিশ^বিদ্যালয় পড়–য়া নিহত বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামের বাসিন্দা ছাত্র রাকিব হোসেনের বাবাকে একটি ইঞ্জিন চালিত ভ্যান কিনে দিয়েছেন। নিহত রাকিব হোসেনের বাবা পেশায় একজন ভ্যান চালক। ভাড়ার ভ্যান চালিয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন।
সাধ্য অনুযায়ী মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন এ বিএনপি নেতা।