3:51 pm , September 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় পার্টির ফকির বাড়ি রোডস্থ কার্যালয়ে এই আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড এম এ জলিল, মহানগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, আখতার রহমান সপ্রু, জাপা নেতা মনজুরুল আলম খোকন, কামরুজ্জামান চৌধুরী কামাল, জাতীয় যুব সংহতি নেতা অধ্যাপক গিয়াস, রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টি নেতা আবদুল মান্নান, সোবাহান মিয়া, জাতীয় কৃষক পার্টি নেতা মোসলেম ফরাজী, গাজী আবদুর রহমান, এবং জাতীয় ছাত্র সমাজের নেতা বাহাদুর হোসেন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর প্রদর্শিত পথে চলতে পারলে দেশে শান্তি আসবেই। নবীর আদর্শের পথে চলা আমাদের ঈমানী দায়িত্ব। নবীজিকে সৃষ্টি না করলে এ পৃথিবী সৃষ্টি করতেন না মহান আল্লাহতালা। বিশ্ব নবীর বিদায় ভাষণটি সবার পড়া উচিত এবং সে অনুযায়ী চলা উচিত। মহানবী তার বিদায় ভাষন শুধুমাত্র মুসলমানদের উদ্দেশ্য করে দেন নাই। গোটা মানুষ জাতীকে উদ্দেশ্য করে দিয়েছিলেন। আমরা সে মূল্যবান ভাষণটি অনুধাবন করে সকল মুসলমানদের চলা উচিৎ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচলনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবীদ, বরিশাল ইসলামীয়া কলেজের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক অধ্যাপক আমিনুল ইসলাম।
