কাউখালীতে ব্রয়লার বিস্ফোরনে মামা-ভাগ্নের মৃত্যু কাউখালীতে ব্রয়লার বিস্ফোরনে মামা-ভাগ্নের মৃত্যু - ajkerparibartan.com
কাউখালীতে ব্রয়লার বিস্ফোরনে মামা-ভাগ্নের মৃত্যু

3:35 pm , September 15, 2024

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগ্নে মারা গেছেন। উপজেলার পূর্ব বেতকা গ্রামের ছবেদ আলীর ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৫০) জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৭ সেপ্টেম্বর ব্রয়লার বিস্ফোরণের সময় সে গুরুতর আহত হয়। চট্টগ্রাম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শুক্রবার না ফেরার দেশে চলে যায়। ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে তার নিজ গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছ। ১৫  সেপ্টেম্বর রবিবার সকালে জানাজা নামাজের পর মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে মৃত  জাহাঙ্গীরের ভাগ্নে  উপজেলার দাসেরকাঠী গ্রামের কামাল শেখের ছেলে  খাইরুল ইসলাম শেখ (২১) একই জাহাজ ভাঙ্গা শিল্পের ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম হাসপাতালের বার্ণ ইউনিটে গত ৮ সেপ্টেম্বর রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার লাশ  বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাদের মৃত্যুতে কাউখালীতে এখন শোকের মাতম চলছে। আয়ের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবারের সদস্যরা এখন বাকরুদ্ধ হয়ে পড়েছে। জানাযায়, চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এস.এস কর্পোরেশনের জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে স্কাইপ জাহাজের পাম্পরুমে কাটিং এর কাজ করার সময় বিকট শব্দে এ  বিস্ফোরণ ঘটে। এসময় গুরুতর দগ্ধ ও আহত ১২ জনকে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের বাড়ী কাউখালীতে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT