ববিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ॥ চালু আছে স্কুল-কলেজ ববিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ॥ চালু আছে স্কুল-কলেজ - ajkerparibartan.com
ববিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ॥ চালু আছে স্কুল-কলেজ

3:34 pm , September 15, 2024

বৈরী আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হবে। বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম। তবে  আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই কালকে থেকে পূর্বের নিয়মে ক্লাস, পরীক্ষা গ্রহণ করা হবে।
বরিশাল বিভাগের সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজগুলো চালু রাখা হয়েছে। বৈরী আবহাওয়ায় ক্লাসে উপস্থিতির সংখ্যা কম হলেও পাঠদান স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের সাথে আলাপ করে এই তথ্য জানা গেছে।
বরিশাল জিলাস্কুলের শিক্ষার্থী রাকিব বলেন, সকাল থেকে মুষলধারে বৃষ্টি থাকলেও ক্লাসে এসেছি। পথে আসতে গিয়েও অনেক স্থানে রাস্তা ডুবে গেছে দেখছি। তারপরও আমি ক্লাস বাদ দিতে চাই না।
সদর উপজেলার চরকরনজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র দাস বলেন, শনিবার ও আজকে ক্লাসে উপস্থিতি সংখ্যা একেবারেই কম। শিক্ষার্থীদের আসলে উপায় নেই। এত বৃষ্টি আর বৈরী আবহাওয়া এর উপরে বিদ্যুৎ থাকে না।
চন্দ্রমোহনের টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল বলেন, আমাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। যদিও প্রচন্ড বৃষ্টি আর আবহাওয়া খারাপ হওয়ায় কিছুটা বিঘœ ঘটছে। বর্ষা মৌসুমে এভাবে বৃষ্টি হবে এটিই স্বাভাবিক।
প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মো: রাকিবুল হাসান বলেন, বিভাগের সাড়ে ছয় হাজারের মত প্রাথমিক বিদ্যালয় আছে। আবহাওয়া বৈরী থাকলেও বিদ্যালয় বন্ধের কোন নির্দেশনা দেওয়া হয়নি। স্থানীয় ম্যানেজমেন্টে কেউ হয়তো সংরক্ষিত করতে পারে। তবে সব প্রতিষ্ঠানই চালু আছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, বৃষ্টি দক্ষিণাঞ্চলের জন্য কোন প্রাকৃতিক দুযোর্গ নয়। মৌসুমে এই পরিস্থিতি স্বাভাবিক। যেজন্য শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে। বরিশাল জেলার সবগুলো মাধ্যমিক বিদ্যালয় চালু আছে। ঝড়-জলোচ্ছাস ও প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে তখন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT