শেষ ভাদ্রের লাগাতার প্রবল বর্ষণে সমগ্র দক্ষিণাঞ্চল বিপর্যস্ত শেষ ভাদ্রের লাগাতার প্রবল বর্ষণে সমগ্র দক্ষিণাঞ্চল বিপর্যস্ত - ajkerparibartan.com
শেষ ভাদ্রের লাগাতার প্রবল বর্ষণে সমগ্র দক্ষিণাঞ্চল বিপর্যস্ত

3:31 pm , September 15, 2024

বিশেষ প্রতিবেদক ॥ শেষ ভাদ্রের লাগাতার প্রবল বর্ষণে বরিশাল সহ সন্নিহিত এলাকায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাঝারী মাত্রার মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা ধেয়ে এসে সমগ্র দক্ষিণাঞ্চলকে সয়লাব করে দিচ্ছে। রোববার সকাল ৬টার পূর্ববর্তি ২৪ ঘন্টায় দেশের সর্বাধিক বৃষ্টি হয়েছে বরিশাল অঞ্চলে ২২৩ মিলিমিটার। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরো ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার দুপুর থেকে বরিশাল মহানগরী সহ এ অঞ্চলের বেশীরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় অব্যাহত থাকার পাশাপাশি পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
প্রায় ২৪ লাখ টন চাল পাবার লক্ষে  যে প্রায় ৯ লাখ হেক্টরে আমন আবাদ হচ্ছে তার রোপনকৃত প্রায় ৫ লাখ হেক্টরের রোপা আমন গত দুদিনের লাগাতার বর্ষণে আবার প্লাবিত হয়েছে। ভাদ্রের গত পূর্ণিমার প্রবল বর্ষণে বীজতলা সহ সে সময়ের রোপনকৃত পুরো আমনের জমি একবার প্লাবনের শিকার হয়। সে ক্ষত না কাটতেই আরেক দফা প্রবল বর্ষণে অবশিষ্ট বীজতলা সহ রোপনকৃত পুরো আমনের জমি আবার পানির তলায়। উঠতি আউশের পাকা ধান নিমজ্জিত হওয়ায় তা কর্তন সম্ভব না হওয়ায় মারাত্মক ক্ষতির কবলে। এ অঞ্চলের প্রায় সবগুলো নগরীতেই পানি জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ অঞ্চলের ২৩টির মধ্যে ২২টি স্থানেই নদ-নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছিল।
রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রবল বর্ষণে সাধারন মানুষ ঘর থেকে বের হতে পারছিল না। ফলে সরকারি-বেসরকারি অফিসে উপস্থিতি ছিল কম।
বিদ্যুতের অভাবে এ অঞ্চলের প্রায় ২ হাজার এটিএম বুথ সহ ফাষ্ট ট্র্যাকও বন্ধ। ফলে নগদ টাকার অভাবে সাধারন মানুষের দুর্ভোগের শেষ নেই।
শনিবার বিকেল থেকে রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল মহানগরীর সান্ধ্য বাজার সহ সবগুলো বাজারেও  শূন্যতা বিরাজমান। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সবগুলো নদী বন্দরে শনিবার দুপুরে ২ নম্বর হুশিয়ারী সংকেত জারী করায় অনধিক ৬৫ ফুট দৈর্ঘ্যরে সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। রোববার সকালে সংকেত ১ নম্বরে নামিয়ে এনে পুনরায় দু নম্বরে উন্নীত করা হয়েছে।
সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের অনেক এলাকায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। থেমে থেমে বৃষ্টি হচ্ছিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT