3:48 pm , September 13, 2024
তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ
শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥ দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলালকে দল থেকে বহিষ্কার করায় ফুঁসে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রুহুল আমিন দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার রাতে ওই প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক এর প্রতিবাদে শহরে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ‘মানুষকে হুমকি ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শুক্রবার সকালে মঠবাড়িয়া শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন করেছেন উপজেলা বিএনপির তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী। মানববন্ধনে তারা রুহুল আমিন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান। উল্লেখ্য, আলহাজ্ব রুহুল আমিন দুলাল মঠবাড়িয়া উপজেলা বিএনপির একজন নিবেদিত প্রাণ। তিনি ২০১৮ সালে বিএনপি তথা চার দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন।