3:44 pm , September 13, 2024
হযরত আবেদ আলী শাহ্ আউলিয়া (রঃ), হযরত ছিদ্দিক শাহ্ আউলিয়া (রঃ) এর
নিজস্ব প্রতিবেদক ॥ হযরত আবেদ আলী শাহ্ আউলিয়া (রঃ), হযরত ছিদ্দিক শাহ্ আউলিয়া (রঃ) এর ৫৮তম বার্ষিক ওরস মোবারক উপলক্ষে গতকাল মাজার শরীফ প্রাঙ্গনে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া, ওয়াজ মাহফিল ও দুরূদ জিকির, ইসলামী গান ও তবারক বিতরণ বিতরণ করা হয়। দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে মাজার শরীফ কমিটির সভাপতি সৈয়দ মনিরুল কবির মনির সহ ভক্ত আশেকগণ উপস্থিত ছিলেন। মাজার শরীফ, ২নং কাশীপুর ইউনিয়ন, বিল্ববাড়ী ৮নং ওয়ার্ড, লাকুটিয়া সড়ক, বরিশালে অবস্থিত।