চরফ্যাসনে মাছ ধরা ট্রলারডুবি ॥ ৭ জেলে নিখোঁজ চরফ্যাসনে মাছ ধরা ট্রলারডুবি ॥ ৭ জেলে নিখোঁজ - ajkerparibartan.com
চরফ্যাসনে মাছ ধরা ট্রলারডুবি ॥ ৭ জেলে নিখোঁজ

3:44 pm , September 13, 2024

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনের ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝি মাল্লা নিয়ে মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তৎক্ষনিক সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন ৭ জেলে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিক এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তৎক্ষনিক জেলেদের নাম পরিচয় জানা যায়নি। তবে এসব জেলেরা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসীন্দা বলে জানাগেছে। ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুদিন সাগরে থাকার পর বৈরি আবহাওয়ার কারনে সাগর উত্তাল থাকায় সাগর থেকে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান,বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান। গতকাল শুক্রবার বিকালে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এ ৭ জেলে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার সাগরে ছেড়ে গেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলারডুবির বিষয়টি কোন জেলেদের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি।
চর মানিকা জোনের নৌ কন্টিজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন বলেন, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযানে যাওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT