4:09 pm , September 12, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রুপাতলী এলাকায় ট্রাকে অগ্নিসংযোগ এর মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. মজিবর রহমান সরোয়ার সহ ৩৮ জন বিএনপি নেতাকর্মিকে খালাস দিয়েছেন আদালত। ২০১৩ সালে মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ বাদি হয়ে করা মামলায় রাষ্ট্রপক্ষ প্রমান করতে না পারার প্রথম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক ইসতেখার আহাম্মেদ এ রায় দেন। মামলার আইনজীবী এ্যাড. আবুল কালাম আজাদ ইমন জানান, ২০১৩ সালে পুলিশ বাদি হয়ে এই মামলাটি দায়ের করে। মামলায় আসামী করা হয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বিএনপি বরিশাল মহানগরের বর্তমান সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহাম্মেদ সহ বিএনপির মোট ৩৮ নেতাকর্মিকে। গতকাল মামলার শুনানীতে আদালতে রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ প্রমান করতে না পারায় বিচারক সকল নেতাকর্মিকে খালাস দিয়েছেন