১৫ই সেপ্টেম্বর যাত্রা শুরু করবে কীর্তনখোলা-১০ ১৫ই সেপ্টেম্বর যাত্রা শুরু করবে কীর্তনখোলা-১০ - ajkerparibartan.com
১৫ই সেপ্টেম্বর যাত্রা শুরু করবে কীর্তনখোলা-১০

4:05 pm , September 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ২ বছর পর ঢাকা-বরিশাল রুটে পুনরায় চালু হচ্ছে ঢাকা বরিশাল নৌ রুটে দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক যাত্রীবাহী লঞ্চ কীর্তনখোলা-১০। আগামী ১৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছে লঞ্চের স্বত্বাধিকারী মঞ্জুরুল আহসান ফেরদৌস। তিনি জানান, নতুন আঙ্গিকে লঞ্চটি যাত্রার
প্রাক্কালে আরো আধুনিকায়ন করা হয়েছে। বিশেষ করে লঞ্চের এসি, ডেকরেশন, লাইটিং ও ডেক সজ্জিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে লঞ্চটি বন্ধ থাকার পরে পুনরায় চালু হওয়ায় বরিশালবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান ফেরদৌস। উল্লেখ্য, বিলাস বহুল এই লঞ্চটি ঢাকা-বরিশাল রুটে ব্যাপক সুনাম কুড়িয়েছিলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT