4:03 pm , September 12, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরীন এর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে আনা হয়। এবিএম সালাউদ্দিন খাঁনের আনা এমন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এ্যাড. বিলকিস জাহান শিরিনের ছোট বোন মারিয়া মুন্নি। বৃহস্পতিবার বেলা ১২ টায় সদর রোড গার্ডেন ইন রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মারিয়া মুন্নি বলেন, আমি নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা। আমার প্রতিবেশী আ ব ম মহিউদ্দিন খাঁন চৌধুরী ও সাদিয়া আক্তার ডালিয়া। তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি সহ নীচতলা সম্পূর্ণ ফ্ল্যাট বিক্রির জন্য প্রস্তাব দিলে, আমি আমার বাবাকে উক্ত ফ্ল্যাট ক্রয়ের জন্য জানাই। আমার বাবা, মা, ভাই ও বোন প্রায় ১৮ বছর ধরে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে উক্ত সময়ে তারা দেশে আসতে পারেনি। তাদের পাঠানো অর্থে এবং পরিবারের সম্মতিতে ২০১৯ সালের ২০ নভেম্বর উক্ত জমি সহ ফ্ল্যাটটি আমি আমার নিজের নামে ক্রয় করি। তারপর গত ৫ বছর ধরে জমি সহ ক্রয়কৃত ফ্ল্যাটটিতে আমি ও আমার পরিবার বসবাস করে আসছি। নগরীতে আমার ক্রয়কৃত সম্পত্তি হল- মৌজাঃ বগুড়া আলেকান্দা, জে.এল নং-৫০, এস এ খতিয়ান নং-১২২২৮, মোট জমির পরিমান ৩ শতাংশ ও উপরিস্থিত ২য় তলা সম্পূর্ণ ও ৩ তলার অর্ধেক নির্মিত যার মধ্যে আমার খরিদ ও ভোগকৃত সম্পত্তি জমির পরিমান ১ শতাংশ এবং নীচতলা সম্পূর্ণ ও ৩য় তলার অর্ধেক। মুন্নি আরো বলেন, উক্ত বিল্ডিং এর ২য় তলায় বিক্রেতাদের এক ভাই মৃত. মনিরুল ইসলাম কামাল এর পরিবার বসবাস করছেন। সুতারং বাড়ী দখলের তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন বলে আমি বরিশাল পুলিশ কমিশনার, সদর কোতয়ালী মডেল থানা, বিভাগীয় কমিশনার, বাংলাদেশ সেনাবাহিনী ও বরিশাল প্রেসক্লাব বরাবর সহযোগীতার আবেদন করেছি। একটি মহল বিলকিস আক্তার জাহান শিরিন এর রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার জন্য উক্ত এ বি এম সালাউদ্দিন খাঁন কে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এ বি এম সালাউদ্দিন খাঁন এর পারিবারিক দ্বন্দ্বের কারণে তারই এক ভাই বরিশাল যুগ্ম জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। যার মামলা নং-১১৩/২০১৯। বিজ্ঞ আদালতে মামলাটি এখনও চলমান রয়েছে। এ বি এম সালাউদ্দিন খাঁন দীর্ঘ ৪০ বছর ধরে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার বাড়ী দখলের তথ্যটি ভিত্তিহীন। তিনি সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুন্নি বলেন, দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের অনুকূলে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বরাবর শিরিনের বাড়ী দখলের তথ্যটি ভিত্তিহীন’ সেই মর্মে কোন প্রতিবাদ বা লিখিত আবেদন করেননি। বিষয়টি তিনি (মুন্নি) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন বলে ব্যক্ত করেন। ওয়ারিশগণের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব বা মামলা থাকলে সেই জমি ক্রয় করেছিলেন কিভাবে? এমন প্রশ্নে মুন্নি বলেন, পারিবারিক বন্টননামা বা বাটোয়ারা রয়েছে। সেই বন্টন নামার অনুকূলে জমি ক্রয়-বিক্রয় হয়েছিল। বন্টন নামাটি বাসায় রয়েছে।