সাংবাদিক বাচ্চু ও তার পরিবারের উপর দুই দফায় হামলা সাংবাদিক বাচ্চু ও তার পরিবারের উপর দুই দফায় হামলা - ajkerparibartan.com
সাংবাদিক বাচ্চু ও তার পরিবারের উপর দুই দফায় হামলা

4:01 pm , September 12, 2024

উজিরপুরে যুবদলের দুই ভাইয়ের তান্ডব

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু ও তার ছেলেকে পিটিয়ে আহত করেছে যুবদল ক্যাডাররা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিকারপুর বন্দরে তাদের মারধর করা হয় বলে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু জানিয়েছেন। হামলায় তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী তুর্ষ মাহমুদ রাতুল আহত হয়েছে। পরে দ্বিতীয় দফায় হামলা করে তার তিন ভাইকে আহত করেছে। তারা হলেন লিটন, মিঠু ও জুয়েল।
সাংবাদিক বাচ্চু দৈনিক দেশ রুপান্তর ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর প্রতিনিধি।
তিনি বলেন, উজিরপুরের শিকারপুর বাজারের ইজারাদার তিনি। গত ৫ অগাষ্টের পর বাজারের টোল উত্তোলন করতে নিষেধ করে যুবদল ক্যাডার মিজান ফকির ও তার ভাই আনিচ ফকির।
বাচ্চু অভিযোগ করেন, বৃহস্পতিবার হাটের দিন টোল আদায় করতে যায় ছেলে রাতুল। এ সময় মিজান ও আনিচ ছেলেকে মারধর করে। খবর পেয়ে তিনি সেখানে গেলে তাকেও মারধর করেছে। পরে দ্বিতীয় দফায় হামলা করে তার তিন ভাইকে আহত করেছে। তারা হলেন লিটন, মিঠু ও জুয়েল। এর মধ্যে লিটনের পেটের মধ্যে রড ঢুকিয়ে দিয়েছে, জুয়েলের হাত ভেঙ্গে ফেলেছে ও মিঠুর মাথায় আঘাত করেছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক বাচ্চু।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ বলেন, মারামারি হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT