পূবালী ব্যাংক পিএলসি হাসপাতাল রোড শাখা ও বরিশাল কলেজের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর পূবালী ব্যাংক পিএলসি হাসপাতাল রোড শাখা ও বরিশাল কলেজের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর - ajkerparibartan.com
পূবালী ব্যাংক পিএলসি হাসপাতাল রোড শাখা ও বরিশাল কলেজের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

3:53 pm , September 11, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ এখন থেকে পূবালী পাই ব্যাংকিং এ্যাপস এর মাধ্যমে সহজেই সব ধরনের আর্থিক লেনদেন করতে পারবে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা। পূবালী ব্যাংক পিএলসি হাসপাতাল রোড শাখা ও সরকারি বরিশাল কলেজ কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় বরিশাল কলেজ মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলী হোসেন হাওলাদার, উপাধ্যক্ষ প্রফেসর লতিফা আখতার, পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রুহুল আমিন এবং পূবালী ব্যাংক পিএলসি বরিশাল শাখার এজিএম মোহাম্মদ ইদ্রিসুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি হাসপাতাল রোড শাখার ব্যবস্থাপক মু. মুজাফ্ফর হোসেন সহ ব্যাংকের কর্মকর্তা ও সরকারি বরিশাল কলেজের শিক্ষকবৃন্দ।
পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রুহুল আমিন জানান, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আজ থেকে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীদের সকল প্রকার শিক্ষা লেনদেন আরও সহজতর হয়েছে। এখন তারা চাইলেই বাংলাদেশের যে কোন স্থান থেকে ব্যাংকের পাই এ্যাপ ব্যাবহার করে একাউন্ট ওপেনিং, টিউশন ফি প্রদান, ফান্ড ট্রান্সফার, টাকা জমা দেয়া ও উত্তোলন সহ সব ধরনের লেনদেন করতে পারবে খুব সহজে। শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার্থে পূবালী ব্যাংক পিএলসি হাসপাতাল রোড শাখা সর্বদা পাশে থেকেছে এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতায় পাশে থেকে ব্যাংকিং সেবা প্রদান করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT