বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সাগরকে কুপিয়েছে সন্ত্রাসী কালা মাসুদ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সাগরকে কুপিয়েছে সন্ত্রাসী কালা মাসুদ - ajkerparibartan.com
বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সাগরকে কুপিয়েছে সন্ত্রাসী কালা মাসুদ

3:49 pm , September 11, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিএম কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাগর মৃধাসহ (২৩) তিনজনকে কুপিয়েছে চিহ্নিত সন্ত্রাসী কালা মাসুদ ওরফে দা মাসুদ। মঙ্গলবার রাত ১০টার দিকে বরিশাল নগরীর কলেজ এভিনিউ পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। আহতদের বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে। তারপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে টাকার বিনিময়ে নানা সন্ত্রাসী কার্যক্রম করলেও তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মৃধা ও তার দুই বন্ধু বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা কালা মাসুদসহ ২০/২৫ জন তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তখন তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী কালা মাসুদ বাহিনী পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে আছে। কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। অথচ কালা মাসুদ একজন ভাড়াটে খুনি।  বরিশাল নগরীসহ বাকেরগঞ্জ উপজেলায় অর্ধশত ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটিয়েছে এই কালা মাসুদ। টাকার বিনিময়ে ভাড়ায় মানুষ কুপিয়ে থাকে কালা মাসুদ।
বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিন ও জিয়াউর রহমান নাঈম বলেন, সন্ত্রাসী কালা মাসুদের নামে হত্যা, ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে। এরকম একটা সন্ত্রাসী কিভাবে প্রকাশ্যে থাকে?  সন্ত্রাসী কালা মাসুদকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কোপানোর ঘটনা শুনেই ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। এছাড়া কালা মাসুদকে গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT