নগরী থেকে অবিস্ফোরিত আরও একটি টিয়ারসেল গ্রেনেড উদ্ধার নগরী থেকে অবিস্ফোরিত আরও একটি টিয়ারসেল গ্রেনেড উদ্ধার - ajkerparibartan.com
নগরী থেকে অবিস্ফোরিত আরও একটি টিয়ারসেল গ্রেনেড উদ্ধার

3:46 pm , September 11, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ফরেষ্টার বাড়ী এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে পরিত্যক্ত অবস্থায় আরো একটি টিয়ারসেল উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়েছে। বুধবার দুপুরে এই টিয়ারসেলটি উদ্ধার করা হয়। সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান জানান, এটা টিয়ারসেল গ্রেনেড। ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতা কর্মী এটি পেয়েছে। এর আগেও একই এলাকায় আরো এরকটি টিয়ারসেল গ্রেনেড পাওয়া গিয়েছিলো। খবর পেয়ে সেনাবাহিনীর বোম বিশেষজ্ঞ দল এসে টিয়ারসেল গ্রেনেড নিস্ক্রিয় করেছে। পরে আরো আছে কিনা, সেটাও খুজে দেখা হয়েছে।  টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।  টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড গুলো কাদের এ বিষয়ে জানতে তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দা সৈকত হোসেন জানান, গত ৪ আগষ্টে ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের কলোনীর ভিতরে ঢুকে পড়ে। সেখানে থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়ত সেই সংঘর্ষের সময় টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT