4:11 pm , September 10, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকাতে বিএনপির নাম ভাঙ্গিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকা- করছে নাশির উদ্দিন খান । স্বৈরচার সরকার পতন হওয়ার পর এরা দলের পরিচয় দিয়ে নানা ধরনের অপরাধ মূলক কর্মকা- ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, স্বৈরচার সরকার পতন হওয়ার পর মাধবপাশা দূর্গা সাগর কর্মরত জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যাক্তিকে মারধর করে ও হত্যার হুমকি প্রদান করেছেন বলে জানাগেছে। এছারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক কয়েকদিন যাবত একটি নাসিরের ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এক সাংবাদিকের এম ডি নাইম নামক একটি আইডিতে তিনি ভিডিও ছারছেন তাতে তিনি ক্যাপশন লেখেছেন ঝালকাঠি রাজাপুরে এক ভুয়া পুলিশ আটক গণধোলাই শিকার।
জানা গেছে, রাজাপুরে জনতার হাতে আটক খাওয়ার পরে তিনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিলে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তাকে উদ্ধার করে।
এছাড়াও কিছুদিন আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদের মহাজোটের চেয়ারম্যান সিদিকুর রহমানের পক্ষ হয়ে উপজেলা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে আসছিল বলে জানা যায়।
মাধবপাশা ইউনিয়নের একাধিক বিএনপি নেতারা জানান, গত ৫ জুন বিএনপি উপজেলা নির্বাচন থেকে সরে আসলেও নাসির উদ্দিন খান বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বিনতে ওহাব এর পক্ষে নির্বাচন করেন।
বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স জানান, নাসির উদ্দিন খান বিএনপির ও অংঙ্গসংগঠনের কেউনন,তার অপকর্মের দায় দায়িত্ব দল নেবেনা।
মাধবপাশা ইউনিয়নের নাসির উদ্দিন খান বিএনপি ও অঙ্গসংগঠনের কোন পোস্টে না থাকলেও তিনি বিভিন্ন অপকর্ম করে আসছে বলে জানা যায়।
বারবার নেতা কর্মীদের হুশিয়ার করে বলছে, এরকম কোন অনৈতিক কর্মকা- সাথে দলের কেউ জড়িত হবেন না। জড়িত থাকলে তাকে দল থেকে বহিস্কারের পাশাপাশি আইনের হাতে তুলে দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। তার পরেও দলের শুনাম ও ভাবমূর্তী নষ্ট করতে একটি চক্র অপচেষ্টা করছে বলে মনে করছেন একাধিক সিনিয়র হাই কমান্ডের নেতৃবৃন্দ।
বিএনপির সিনিয়র নেতারা বলছেন, এরা ভয়ঙ্কর দুষ্কৃতিকারী দলের কেউ নন স্বৈরচার আওয়ামীলীগের এজেন্ডা দলের ভেতর প্রবেশকারী বিএনপি দলের শুনাম নষ্ট করতে চায়। এরা বিএনপির নাম ভাঙ্গিয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে।