নগরীতে বাম জোটের দাবি দিবস পালন নগরীতে বাম জোটের দাবি দিবস পালন - ajkerparibartan.com
নগরীতে বাম জোটের দাবি দিবস পালন

4:10 pm , September 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বাম জোটের দাবি দিবস পালন উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসুচী হয়। সমাবেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকা-ের বিচার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, পাচারকৃত টাকা ফিরিয়ে আনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়ার সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সংগঠক নৃপেন্দ্রনাথ বাড়ৈ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বায়ক ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সদস্য উপাধ্যক্ষ হারুন উর রশিদ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের এক মাস পার হয়ে গেলেও স্বৈরাচারী সরকার পরিচালিত হত্যাকা-ে নিহত সহস্রাধিক শহিদি জনতা হত্যার সুষ্ঠু বিচার হচ্ছে না। গণহত্যার বিচারে রাষ্ট্রীয় উদ্যোগে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরু না করে আগের সরকারের স্টাইলে গণহারে মামলা দেয়া হচ্ছে। গণহারে মামলা করলেই গণহত্যার বিচার নিশ্চিত করা যায় না। বক্তারা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকা-ের যথাযথ বিচারিক প্রক্রিয়া শুরু করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে গত এক মাসে সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। পাচারকৃত টাকা ফেরত আনা বা ঋণখেলাপিদের টাকা উদ্ধারে কোন কার্যকর ভূমিকা দেখা যাচ্ছেনা। সালমান এফ রহমানের নামে খুনের মামলা দেয়া হচ্ছে কিন্তু শেয়ারবাজার লুণ্ঠনের মামলা দেয়া হচ্ছেনা।
বক্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত যাবার জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন চালু, নির্বাচনে টাকা ও পেশীশক্তির প্রভাব রোধ করাসহ সার্বিক সংস্কারের পরিকল্পনাসহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT