ষোড়শীর ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড ষোড়শীর ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড - ajkerparibartan.com
ষোড়শীর ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

4:08 pm , September 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ষোড়শীকে ধর্ষনের ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন  এ রায় দেন। দ-িত সাইফুল খান মুলাদীর চিলমারী গ্রামের বাসিন্দা শাহআলম খানের ছেলে। রায় ঘোষনার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলো বলে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির জানিয়েছেন। মামলার বরাতে তিনি জানান, একই বাড়ীর বাসিন্দা ষোড়শী সহজ সরল প্রকৃতির। প্রায়ই সময় প্রতিবেশি দন্ডিত সাইফুলের ঘরে যেতো। ২০১৪ সালের ৫ জানুয়ারী সকালে ওই ঘরে যায় ষোড়শী কন্যা। তখন ঘরে স্ত্রী না থাকার সুবাদে কিশোরীকে ধর্ষন করে সাইফুল। একই বছরের ২ এপ্রিল কন্যা অসুস্থ হয়ে পড়লে জানতে পারেন কন্যা তিন মাসের অন্তস্বত্তা। তখন সাইফুল কন্যাকে বিয়ের আশ^াস দিয়ে কালক্ষেপন করে। ২০১৪ সালের ৮ এপ্রিল সাইফুল ও তার স্ত্রীকে আসামী করে মুলাদী থানায় মামলা করেন ধর্ষিতার মা। মুলাদী থানার এসআই মো. নুরুল ইসলাম মামলার তদন্ত করে একই বছরের ২৩ সেপ্টেম্বর একমাত্র সাইফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক স্বাক্ষ্য গ্রহন শেষে রায় দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT