মহানগর পুলিশের চার থানার ওসি বদল মহানগর পুলিশের চার থানার ওসি বদল - ajkerparibartan.com
মহানগর পুলিশের চার থানার ওসি বদল

4:06 pm , September 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর পুলিশের চার থানার ওসি বদলী করা হয়েছে। সোমবার তাদের বদলি করা হয়েছে বলে পুলিশ কমিশনারের ষ্টাফ অফিসার সহকারী কমিশনার প্রনয় রায় জানিয়েছেন। তিনি জানান, চার থানার ওসিদের বদলি করা হয়েছে। কিন্তু নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি। চার থানার পরিদর্শক (তদন্ত) আপাতত দায়িত্ব পালন করবেন। পুলিশ সুত্র জানিয়েছে, কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ওসি বিপ্লব কুমার মিস্ত্রি ও এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়াও কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT