উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিড়ির নিচ থেকে ফেলে রাখা নবজাতক উদ্ধার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিড়ির নিচ থেকে ফেলে রাখা নবজাতক উদ্ধার - ajkerparibartan.com
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিড়ির নিচ থেকে ফেলে রাখা নবজাতক উদ্ধার

4:02 pm , September 10, 2024

সাইদুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের সিড়ির নিচ থেকে ফেলে রাখা এক নবজাতককে উদ্দ্বার করা হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের সিঁড়ির নিচ থেকে হাসপাতালের কর্তব্যরত সেবিকা কুড়িয়ে পায় ওই জন্ম পরিচয়হীন নবজাতককে। বাচ্চাটিকে সিড়ির নিচ থেকে তুলে নিয়ে ওই সেবিকা চিকিৎসক ডাঃ ফাহিম আরিফ এর নিকট হস্তান্তর করেন। চাঞ্চল্যকর এবং অদ্ভুত এই ঘটনায় শত শত মানুষ ওই উদ্ধার করা নবজাতককে এক নজর দেখতে দেখার জন্য হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমায়। এ সময় সেখানে দেখতে আসা অনেক মানুষ ওই নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু আইনের কিছু বাধ্যবাদকতা থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম আরিফ কারো কাছে নবজাতককে হস্তান্তর করা সম্ভব নয় বলে জানান। তিনি আইন মোতাবেক এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি সাধারন ডায়েরি করেন এবং উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সরথী দেওরির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেন।এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সরথী দেওরি সাংবাদিকদের জানান, আইন মোতাবেক নবজাতকে ছোট মনি নিবাস আগৈলঝড়ায় পাঠানোর প্রস্তুতি চলছে এবং সেখানকার তত্ত্বাবধায়ক সুশান্ত বালার দায়িত্বে পাঠানো হবে বলে জানান। এখন নবজাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সেবিকাদের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
কোন নিষ্ঠুর মা-বাবা ওই নবজাতককে ফেলে দিয়ে গেছে। নাকি কোন পাপের ফসল নিষ্পাপ সন্তানটি ভোগ করবে জনমনে এমন প্রশ্ন তাড়া করছে উপস্থিত সকলকে।
এদিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিটিভি ফুটেজ থেকে ওই নবজাতককে ফেলে যাওয়া নর পিশাচকে শনাক্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি উপস্থিত সকল উপস্থিত সাধারন মানুষের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT